সকল মেনু

এবার ট্রেনে করে আনা হবে কোরবানির পশু

হটনিউজ ডেস্ক:

আসন্ন পবিত্র ঈদুল আজহায় ট্রেনে কোরবানির পশু পরিবহনের পরিকল্পনা করা হয়েছে। এতে প্রতি গরু পরিবহনে ১৫০০ থেকে আড়াই হাজার টাকা খরচ পরবে।

সারা দেশ থেকে রাজধানীতে পশু আনার পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তবে কবে থেকে এই সেবা চালু হচ্ছে তা নিশ্চিত করে জানানো হয়নি।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, প্রতিটি ওয়াগনে ১৬টি গরু নেয়া যাবে। আর ট্রেনে ২৫ থেকে ৩০টি ওয়াগন থাকবে। এতে করে চাঁদাবাজির হাত থেকে রেহাই পাবেন ব্যবসায়ীরা। এ দিকে পশু পরিবহনে ভাড়ার বিষয়ে মন্ত্রণালয় নমনীয় থাকবে বলেও জানান রেলমন্ত্রী।

তিনি বলেন, খামারী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ঠিক করা হবে কবে থেকে এই সেবা চালু হবে। একই সঙ্গে রুট ও স্টেশনও ঠিক করা হবে। উত্তরাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামে এই সার্ভিস চলতে পারে। এ ছাড়া, নিজ নিজ গরুর জন্য খাবার, পানি ও অন্যান্য সরঞ্জাম সঙ্গে নিতে হবে বলে জানান মন্ত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top