সকল মেনু

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সুভাস রায় (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার নীতপুর সীমান্তে গরু আনতে গেলে ভারতের আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। নিহত সুভাস পোরশা উপজেলার তুরিপাড়া গ্রামের ভুলু রায়ের ছেলে।

নওগাঁ-১৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল আরিফুল ইসলাম জানান, রোববার দিবাগত রাতে বাংলাদেশ থেকে ৮/১০জনের একদল রাখাল নিতপুর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে গরু নিতে যায়।

আজ সোমবার ভোরে গরু নিয়ে বাংলাদেশে ফেরার পথে ভারতের আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যরা টের পেয়ে তাদের ধাওয়া করে। পালিয়ে আসতে চাইলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বিএসএফের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সুভাষ।

ভারতের অভ্যন্তরে এ ঘটনা হওয়ায় সুভাসের লাশ বিএসএফর হেফাজতে রয়েছে। এ ঘটনায় আরও কেউ আহত রয়েছেন কি না সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। আর সুভাসের লাশ ফেরত আনতে বিএসএফের সাথে পতাকা বৈঠকের আহবান করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top