সকল মেনু

এখন পর্যন্ত কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত?

হটনিউজ ডেস্ক:

আইইডিসিআরের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত রাজধানী ঢাকা’সহ দেশের মোট ৬৩ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ঢাকার পরই দ্বিতীয় সর্বোচ্চ ৯৬৬ জন আক্রান্ত নারায়ণগঞ্জে। রাজধানীর পাশের আরেক জেলা গাজীপুরে আক্রান্ত ৩২২।

এছাড়া কিশোরগঞ্জে ২০১ ও নরসিংদীতে ১৫১। বন্দর নগরী চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছে ৭৫ জন। কুমিল্লায় ৯৯ ও ব্রাহ্মণবাড়িয়ায় ৪৩ জন।
এদিকে, পুরো চট্টগ্রাম বিভাগে এ সংখ্যা ৩৩৪। ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত ২৬৯; এর মধ্যে ময়মনসিংহ জেলাতেই ১৪৫ ও জামালপুরে ৬৬ জন।

যশোর জেলায় করোনায় আক্রান্ত ৬৩ জন, আর খুলনা বিভাগে এখন আক্রান্তের সংখ্যা ১৪৭। রংপুর বিভাগে আক্রান্তের সংখ্যা মোট ১৩১। বিভাগটিতে সবচেয়ে বেশি আক্রান্ত ৩৮ জন রংপুরে।

দক্ষিণের বিভাগ বরিশালে আক্রান্ত ১২৩, এরমধ্যে বরিশালেই ৪০ ও বরগুনাতে ৩৩ জন। সিলেট বিভাগে আক্রান্ত ১১৪, এর মধ্যে হবিগঞ্জে আক্রান্ত ৫৫ জন। রাজশাহী বিভাগে এখন পর্যন্ত ১১১ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top