সকল মেনু

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ২৩ হাজার ছাড়াল

হটনিউজ ডেস্ক:
করোনাভাইরাসের মহামারিতে যুক্তরাষ্ট্রে ২৩ হাজারের বেশি মানুষ মারা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে হচ্ছে বিশ্বের তৃতীয় জনবহুল দেশ কিন্তু করোনাভাইরাসের মহামারীতে দেশটিতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে।

জানা গেছে, গতকাল পর্যন্ত যেখানে ১৮ লাখ মানুষ সারা বিশ্বে করেনাভাইরাসে আক্রান্ত হয়েছে।আর যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হয়েছে পাঁচ লাখ ৭০ হাজার মানুষ।

রোববার যুক্তরাষ্ট্রে মারা গেছে ১,৫৩১ জন। তার আগে টানা চারদিন দেশটিতে গড়ে ২,০০০ করে মানুষ মারা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসে সংক্রামিত হয়ে প্রকৃতপক্ষে যে পরিমাণে লোক মারা গেছে, মার্কিন সরকার তার থেকে কিছুটা কমিয়ে বলছে।সরাসরি করোনাভাইরাস চিহ্নিত রোগী মারা যাওয়ার পাশাপাশি অনেকে বাড়িতে মারা গেছে, তাদেরকে চিহ্নিত করা হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top