সকল মেনু

‘খালেদা জিয়ার সাজা ৬ মাস স্থগিত, যে কোন সময় মুক্তি’

হটনিউজ ডেস্ক:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা ৬ মাস স্থগিত রেখে শর্ত সাপেক্ষে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। যে কোন সময় তাকে মুক্তি দেয়া হবে।

মঙ্গলবার বিকালে গুলশানের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, বিদেশ না যাওয়ার শর্তে ৪০১ ধারার ১ উপ-ধারা মতে তাকে মুক্তি বিষয়ে মতামত দিয়েছি। মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। মানবিক কারণে তার বয়স বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top