সকল মেনু

ইতালিতে একদিনেই করোনাভাইরাসে মারা গেলেন ৫ চিকিৎসক

হটনিউজ ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাস একদিনেই ইতালির ৫ চিকিৎসকের প্রাণ কেড়ে নিল। ন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল অর্ডারের (ফোনমসিও) মতে তারা কোভিড-১৯ আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মারা যান।

মহামারী আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসটি উৎপত্তিস্থল চীনের উহানে নিস্ক্রিয় হয়ে আসলেও ইউরোপে বিস্তার লাভ করছে দ্রুত।

ইউরোপের পর্যটনসমৃদ্ধ দেশ ইতালি এখন মৃত্যুপুরী। দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪২৭ জন মারা গেছে। এনিয়ে দেশটিতে ৩ হাজার ৪০৫ জন মারা গেল।

এর ফলে মৃতের সংখ্যায় ইউরোপের এ দেশটি ভাইরাসটির উৎপত্তিস্থল চীনকেও ছাড়িয়ে গেল। গতবছরের ৩১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত চীনে করোনাভাইরাসে মারা গেছে প্রায় ৩ হাজার আড়াইশ’ মানুষ।

যে ৫ ডাক্তার মারা গেছেন তারা হলেন- ক্রেমা হাসপাতালের সাবেক মহাব্যবস্থাপক লুইজি আবলন্ডি, ক্রিমোনার হাসপাতালের চিকিৎসক জিউসেপ ফিনজি, বার্গামোর এলাকার চিকিৎসক আন্তোনিও বাট্টাফুওকো, জিউসেপ্প লানাটি এবং লুইজি ফ্রুসিয়ান্তে। এ নিয়ে ১৩ জন চিকিৎসক মারা গেল ইতালিতে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top