সকল মেনু

করোনা নিয়ে রাজনীতি করবেন না: সরকারকে মওদুদ

হটনিউজ ডেস্ক:

করোনাভাইরাস নিয়ে সরকারকে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, আজকে যদি এই ভাইরাস ব্যাপক আকার ধারণ করে তাহলে সরকার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে ব্যর্থ হবে। এটা দেশের মানুষ বিশ্বাস করে। কারণ সরকার করোনার ব্যাপারে প্রথমে উদাসীন ছিল। এখন তারা যেটা করছে তা পত্রিকার কাগজ বিজ্ঞাপনের মধ্যেই সীমাবদ্ধ। কতটুকু প্রস্তুতি তাদের আছে তা কেউ বলতে পারবে না।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘করোনাভাইরাস: বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিস্থিতি’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, ‘করোনা একটি ভয়ঙ্কর রোগ। কোথা থেকে এসেছে, কীভাবে এসেছে, কী কারণে এসেছে- সেটা এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। তবে এতটুকু আমরা জানি যে, এই রোগ প্রথম ধরা পরে চীন দেশে। তার পরেই এটি বিশ্বের প্রায় ১২০টি দেশে ছড়িয়ে পড়ে।’

তিনি বলেন, ‘বিশ্বের উচ্চপর্যায়ের বক্তিরা এই রোগে আক্রন্ত হচ্ছেন। কেউ বলতে পারবে না যে, আমি আক্রান্ত হব না। এটি এমন একটি ভয়াবহ রোগ যেটি যে কোনো সময়, যে কোনো দেশে ব্যাপক আকার ধারণ করতে পারে। আমাদের মতো দেশে ঘনবসতি খুব বেশি এবং পরিবেশগত কারণে এখানে এটি দ্রুত ছড়ানো সম্ভব। আমরা চাই না, আল্লাহ না করুন, করোনার ব্যাপক আকার যদি ধারণ করে তাহলে আমি মনে করি না যে, সরকার এর জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমার মনে হয় বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলগুলো বন্ধ ঘোষণা করা উচিত। কারণ কেউ এই ঝুঁকি নিতে চায় না। সরকারের উচিত হবে না এই ঝুঁকি নেয়ার। যত রকম সর্তকতা অবলম্বন করা যায় সব করা উচিত।’

আয়োজক সংগঠনের চেয়ারম্যান কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেসারুল হক, বিলকিস ইসলাম, কৃষক দল ঢাকা মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির হায়দার, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয় প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top