সকল মেনু

নিশ্চয়তা না পেলে মুক্তির আবেদন করতে চান না খালেদা জিয়া

হটনিউজ ডেস্ক:

সরকার মুক্তি দেবে, এমন নিশ্চয়তা না পেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য কোনো আবেদন করতে চায় না দল ও পরিবার। বিষয়টিতে বিএনপির চেয়ারপারসনের সায় রয়েছে বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠজনেরা।

বিএনপির আইনজীবীরা বলছেন, সরকার চাইলে জামিনের বিরোধিতা না করে বা ‘বিশেষ বিবেচনায়’ খালেদা জিয়ার মুক্তি দিতে পারে। তবে খালেদা জিয়ার পরিবারের সদস্য ও বিএনপির কয়েকজন নেতা বলেছেন, বিএনপি চেয়ারপারসন নিজের মুক্তির জন্য কোনো আবেদন করতে চান না। তিনি মনে করেন, জামিন পাওয়ার অধিকার তাঁর আছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, খালেদা জিয়ার মুক্তি চেয়ে কোনো আবেদন বিএনপি বা তাঁর পরিবার কিংবা খালেদা জিয়া নিজে কোনো আবেদন করেননি। ফলে এটি বিবেচনার প্রশ্নও আসছে না। তা ছাড়া দলটির দাবি, খালেদা জিয়ার বিষয়টি সরকারের নয় বরং আদালতের ওপর নির্ভর করছে। সরকারের দায়িত্ব খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করা। সেটা করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top