সকল মেনু

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৩ তিন শিক্ষার্থী নিহত

হটনিউজ ডেস্ক:

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বিশ্বনাথপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) রতন বৈরাগী।
নিহত শিক্ষার্থীরা হলো কাশিয়ানী উপজেলার জয়নগর হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ও উপজেলার হিরন্যকান্দি গ্রামের আশরাফ আলী মিয়ার ছেলে রায়হান রুহিন (১৫), একই স্কুলের দশম শ্রেণির ছাত্র ও লাবু খন্দকারের ছেলে আল আমিন খন্দকার (১৫) এবং একই স্কুলের এসএসসি পরীক্ষার্থী ও নাওরা দোলা গ্রামের ফরিদ শরীফের ছেলে ইয়াসিন শরীফ (১৬)।

আহত শিক্ষার্থী সোহান (১৫) একই স্কুলের দশম শ্রেণির ছাত্র ও হিরন্যকান্দি গ্রামের আহাদ তালুকদারের ছেলে।

কাশিয়ানী থানার এসআই রতন বৈরাগী গণমাধ্যমকে জানান, তারা চার শিক্ষার্থী একটি মোটরসাইকেলে জয়নগর স্কুল থেকে ব্যাসপুর যাওয়ার সময়ে রেল ক্রসিং অতিক্রম করার সময়ে ভাটিয়াপাড়া থেকে ছেড়ে যাওয়া রাজবাড়ী গামী লোকাল ট্রেনের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে তিন শিক্ষার্থী নিহত ও এক শিক্ষার্থী আহত হয়। নিহতদের লাশ রেল-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top