সকল মেনু

তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা থাকবে না: গণশিক্ষা সচিব

হটনিউজ ডেস্ক:

তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো বার্ষিক বা চূড়ান্ত পরীক্ষা থাকবে না। ২০২১ সাল থেকে তা কার্যকর করা হবে। জানালেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না রাখার বিষয়ে আমরা এনসিটিবির সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছি। ইতোমধ্যে আমরা এবিষয়ে কর্মসূচি প্রণয়ন করেছি। ২০২১ সালে আমরা নতুন কারিকুলামে কার্যক্রম শুরু করব।

তিনি বলেন, আমরা তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা রাখব না । স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতির হার এবং স্কুল থেকে তাদের যে ডায়েরি দেওয়া হয় তার রিপোর্টের ভিত্তিতে তাদের মূল্যায়ন করা হবে।

আগামী বছর ১০০টি স্কুলে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু করে দেখব। আমরা এখন ২০২১ সালের নতুন কারিকুলাম নিয়ে কাজ করছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top