সকল মেনু

ডেঙ্গুজ্বরে প্রাণ গেল তরুণ ফিজিওথেরাপিস্টের

হটনিউজ ডেস্ক:

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে লিটন মালো (২৫) নামে এক তরুণ ফিজিওথেরাপিস্টের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

লিটন মালো মিরপুরের সিআরপিতে ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার তার শিক্ষক ও আগারগাঁও প্রবীণ হিতৈষী হাসপাতালের ইনস্টিটিউট অব জেরিয়েট্রিক মেডিসিনের ইনচার্জ মহসীন কবির লিমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের আগে ডেঙ্গু ধরা পড়ে লিটনের। তখন তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেন। ঈদের তিন দিন আগে সুস্থ হয়ে বাড়িও ফিরে যান লিটন।

মহসীন কবির লিমন বলেন, গতকাল হঠাৎ করে আবারও অসুস্থ হয়ে পড়লে বাড়ি থেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গুর কারণেই লিটনের মৃত্যু হয়েছে। তার প্লাজমা লিকেজ হচ্ছিল, বাইরে থেকে তা বোঝা যাচ্ছিল না।

নিহত লিটনের বাবার নাম ফকির চান মালো। তার বাড়ি গাজীপুরের কালিয়াকৈর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top