সকল মেনু

ডেঙ্গু রোধে দুই সিটির মানসিকতা ও দক্ষতার অভাব রয়েছে : হাইকোর্ট

হটনিউজ ডেস্ক:
ডেঙ্গু প্রতিরোধে সরকারের নেওয়া কার্যক্রম হাইকোর্টকে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এ বিষয়ে আদালত নতুন করে কোনো আদেশ দেননি। এদিকে ডেঙ্গু প্রতিরোধে দুই সিটি করপোরেশনের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, দুই সিটি করপোরেশনের দায়িত্বশীল ব্যক্তিরা যথাসময়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেননি। এটা নিলে হয়তো এ রকম পরিস্থিতি হতো না। যাঁদের ওপর সঠিকভাবে বিষয়টি তদারকির দায়িত্ব ছিল তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। তাঁদের মানসিকতা ও দক্ষতার অভাব রয়েছে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার এ মন্তব্য করেন। এ সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ব্যারিস্টার এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

ডেঙ্গু প্রতিরোধে সরকারের নেওয়া কার্যক্রম হাইকোর্টকে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এ বিষয়ে আদালত নতুন করে কোনো আদেশ দেননি। এদিকে ডেঙ্গু প্রতিরোধে দুই সিটি করপোরেশনের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, দুই সিটি করপোরেশনের দায়িত্বশীল ব্যক্তিরা যথাসময়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেননি। এটা নিলে হয়তো এ রকম পরিস্থিতি হতো না। যাঁদের ওপর সঠিকভাবে বিষয়টি তদারকির দায়িত্ব ছিল তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। তাঁদের মানসিকতা ও দক্ষতার অভাব রয়েছে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার এ মন্তব্য করেন। এ সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ব্যারিস্টার এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top