সকল মেনু

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, ডেঙ্গু, গুজব, মাদকবিরোধী যে কোনো কর্মকান্ডে সমাজের সকল পর্যায়ের মানুষের অংশ গ্রহণমূলক হলে দ্রুত এর সুফল পাওয়া যায়।এ আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠির নয়, এ সমস্যা আমাদের সকলের, এ কারণে সকলকে একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সোমবার সকাল ১০টায় ফরিদপুর জেলা স্কুল মাঠে আয়োজিত ডেঙ্গু, গুজব, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতা সমাবেশে এ কথা বলেন জেলা প্রশাসক।

ফরিদপুর জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে সমাবেশে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশারফ আলী, সদর উপজেলা জেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ ।

এ সময় জেলা শহরের বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রধানগণ অংশ নেয়।

সমাবেশ শেষে শহরের ডেঙ্গু বিরোধী সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top