সকল মেনু

সিরাজগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২ শ্রমিক নিহত


হটনিউজ ডেস্ক:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি নির্মাণাধীন সেপটিক ট্যাংকের স্যাটার খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

মঙ্গলবার সকালে উল্লাপাড়া পৌর শহরের জয়দেব সড়ক মহল্লার রাম সাহার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার শ্যামপুর গ্রামে আসাদুলের ছেলে রেজাউল (২৫) ও চরসাতবাড়িয়া গ্রামের আল আমিন (২৬)।

এলাকাবাসী জানান, সকালে উল্লাপাড়া পৌর শহরের জয়দেব সড়ক মহল্লার রাম সাহার বাড়িতে একটি নির্মাণাধীন সেপটিক ট্যাংকের স্যাটার খুলতে গিয়ে তিন নির্মাণ শ্রমিক ভেতরে পড়ে যান।

এ সময় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে রেজাউল ও আল আমিনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এতে আহত হন এক শ্রমিক। তাকে উদ্ধার করে স্থানীয় ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নাদির হোসেন জানান, ওই সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাস সৃষ্টি হওয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top