সকল মেনু

সাঈদীকে দেখতে আদালত প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড়

হটনিউজ ডেস্ক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা ফারুক হোসেন হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীসহ ১০৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এনায়েত কবিরের আদালতে সাঈদীকে তোলা হয়। দু’পক্ষের শুনানি শেষে বিচারক অভিযোগ গঠন করেন। এর মাধ্যমে ফারুক হত্যামামলার আনুষ্ঠানিক বিচারক শুরু হলো।
এদিকে সাঈদীকে আদালতে আনা হবে, এমন খবরে অদালত চত্বর জুড়ে ছিল উৎসুক জনতার ভিড়। কিন্তু সকাল সাড়ে ১০টার দিকে বিপুল পরিমাণ পুলিশ পুরো আদালত এলাকা ঘিরে ফেলে। আইনজীবী আর গণমাধ্যমকর্মী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি আদালত চত্বরে। প্রায় আধা ঘণ্টা শুনানির পর কঠোর নিরাপত্তায় সাঈদীকে আবারও রাজশাহী কারাগারে নেওয়া হয়। এরপর আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top