সকল মেনু

‘ভারত-পাকিস্তানের মধ্যস্থতার কথা বানিয়ে বলেননি ট্রাম্প’

হটনিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাশ্মীর নিয়ে মধ্যস্থতার অনুরোধ মিথ্যা নয় বলে দাবি করেছেন তার এক শীর্ষ উপদেষ্টা।

হোয়াইট হাউসে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কাডলো এ কথা বলেছেন। খবর এনডিটিভির।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। মোদি তাকে অনুরোধ করেছেন বলে ট্রাম্প যে মন্তব্য করেছেন, তা ‘বানিয়ে বলা’ কিনা, ওই সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে কাডলো বলেন, এটি খুব বাজে প্রশ্ন। প্রেসিডেন্ট বানিয়ে কিছু বলেন না।

সোমবার হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ওই মন্তব্য করেছিলেন।

কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের বিরোধ মেটাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুরোধ জানিয়েছেন উল্লেখ করে ইমরানকে ট্রাম্প বলেন, আপনি আমার মধ্যস্থতা চাইলে আমি খুবই আনন্দের সঙ্গে তা করব। আমার যদি এ ব্যাপারে কিছু করার থাকে তো বলুন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top