সকল মেনু

ভারতীয় কিশোরীকে বিএসএফের কাছে হস্তান্তর

বেনাপোল (যশোর) প্রতিনিধি: ভারতের কোলকাতা থেকে বাংলাদেশে আসা মাম্পি দত্ত (১৬) নামে এক ভারতীয় কিশোরীকে দীর্ঘ এক বছর পর সোমবার সকালে তাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের কাছে হস্তান্তর করেছে। ফেরত যাওয়া কিশোরী হলো কলকাতার উল্টোডাঙ্গার বটতলা এলাকার মদন দত্তের মেয়ে। প্রেমের সম্পর্কের সুত্রে সে বাংলাদেশে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়। স্বদেশ প্রত্যাবাসন আইনে তাকে সোমবার দুপুরে ভারতে ফেরত পাঠানো হয়। এ সময় দু‘দেশের পুলিশ ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ারের অনুসন্ধান কর্মকর্তা এবিএম মুহিত হোসেন জানান, ঐ কিশোরী ভালবাসার সম্পর্ক ধরে সীমান্তের অবৈধ পথে ভারত থেকে খুলনায় এসে এক ছেলের বাসায় অবস্থান করে। বিষয়টি পুলিশ জানতে পেরে ঐ কিশোরীকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট শেফ হোমের আশ্রয়ে রাখা হয়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যোগাযোগের মাধ্যমে সোমবার তাকে ফেরত পাঠানো হয়। বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ ভারতীয় কিশোরীকে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top