সকল মেনু

বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল: শিল্পমন্ত্রী


হটনিউজ২৪ ডেস্ক:

নরসিংদীর বেলাবতে উপজেলার উন্নয়ন প্রকল্প সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের অডিটরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এ সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, বাংলাদেশে শিল্পায়নের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্রীত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। গ্রাম কে এখন শহরের রুপান্তর করতে কাজ করছে সরকার।

মন্ত্রী আরও বলেন, নরসিংদীর বেলাবতে ছোট ছোট অথনৈতিক অঞ্ঝল গড়ে তুলা হবে। যেখানে হাজার হাজার বেকারের কর্মসংস্থান সৃষ্টি হবে। এবং সেই সাথে গড়ে তোলা হবে পর্যটন নগরী।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা শারমীন এর সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাছের, বেলাব উপজেলা চেয়ারম্যান শমসের জামান ভুইয়া রিটন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top