সকল মেনু

মির্জা ফখরুলের বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন ২৪ জুন

হটনিউজ২৪:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় শূন্য ঘোষণা করা বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন আগামী ২৪ জুন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বুধবার নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, বগুড়া-৬ আসনে ২৪ জুন ভোটগ্রহণ করা হবে, মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৭ মে, প্রত্যাহার ৩ জুন ও প্রতীক বরাদ্দ ৪ জুন।

উপ-নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। তবে ভোটগ্রহণের সময়ে পরিবর্তন আনা হয়েছে। ভোটগ্রহণ সকাল ৯টায় শুরু করা হয়ে বিকেল ৫টায় শেষ হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেয়ায় গত ৩০ এপ্রিল তার আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top