সকল মেনু

তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে আমরা হারিয়েছি: শেখ হাসিনা

হটনিউজ ডেস্ক: নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজাকে ‘হীরার টুকরা’ বলে অভিহিত করেছেন দলীয় সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডির সুধাসদন বাসভবন থেকে নড়াইলের লোহাগড়ায় নির্বাচনী জনসভায় ভিডিও কনফারেন্সে দেয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি। এসময় মাশরাফিকে ‘সোনার ছেলে’ উল্লেখ করে তার জন্য ভোট চান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘মাশরাফি হীরার টুকরা, সোনার ছেলে, ক্রিকেট খেলোয়াড়। তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে আমরা হারিয়েছি। আপনারা মাশরাফিকে ভোট দেবেন। মাশরাফি তার পায়ের ব্যথার জন্য নড়াইলে যেতে পারেনি। তাকে আমার কাছে রেখেছি।’

শেখ হাসিনা আরো বলেন, ‘এর আগে নড়াইলের দুটি আসন থেকে আমি নির্বাচন করেছিলাম। এবার নড়াইল-১ আসনে বিএম কবিরুল হক মুক্তিকে ও নড়াইল-২ আসনে মাশরাফিকে দিয়ে নির্বাচন করাচ্ছি। আপনারা উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেবেন। নড়াইল দুটি সিটই আমাকে উপহার দেবেন।’প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যতদিন বেঁচে আছি ততদিন নড়াইলের এমপি হয়ে থাকবো। নড়াইলের উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি তা করবো। ২০০১ সালে আমি নড়াইলের দুটি আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলাম। আপনারা আমাকে বিজয়ী করেছিলেন। তাই নড়াইলের প্রতি আমার টান অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে।’

ভিডিও কনফারেন্সে মাশরাফি বলেন, ‘আমাকে নৌকা মার্কায় মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর সম্মান ও সমবেদনা প্রদর্শন করি। আমার পায়ের ব্যথার জন্য নড়াইলে আসতে দেরি হচ্ছে। আমি অচিরেই এসে সবার সঙ্গে যোগাযোগ করে নৌকায় ভোট চাইবো।’ মাশরাফি আরও বলেন, ‘নড়াইলবাসী আমার জন্য নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top