চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ন্যাশনাল এগ্রিক্যালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় উপজেলা কৃষি অফিসের উপ-সহকারীদের মাঝে ট্যাবলেট পিসি বিতরন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে উপ-সহকারী কৃষি অফিসারদের মাঝে ১২টি ইউনিয়নের মোট ১৯টি ট্যাবলেট পিসি বিতরন করেন। বিতরন অনুষ্ঠানে চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার(ভুমি)মোঃ মেজবাউল করিম এর সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আইয়ুবর রহমান শাহ্,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল,উপজেলা কৃষি কর্মকর্তা মো:মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন সরকার গোলাপ, থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলামসহ উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।