সকল মেনু

মুন্সীগঞ্জে ব্লগার বাচ্চু হত্যার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে শ্রীনগর উপজেলার কেএসসি রোড়ে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহতরা ব্লগার, লেখক ও প্রকাশক বাচ্চু হত্যা মামলার আসামি কাকা ওরফে শামীম ও একলাস। মুন্সীগঞ্জের ডিআইওয়ান মো. নজরুল ইসলাম জানান, জঙ্গিদের আগমনের খবর পেয়ে ভোরে শ্রীনগর উপজেলার কেএসসি রোড়ে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে দুই মোটরসাইকেল আরোহীকে থামার সঙ্কেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গুলিতে তাদের মৃত্যু হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top