দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মাধ্যমে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল কৃষ্ণ পূজা, গীতা পাঠ শেষে উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত সনাতন ধর্মালম্বীদের অংশগ্রহনে শ্রী শ্রী দশভূজা মন্দির প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মন্দির প্রাঙ্গনে উপজেলা পূঁজা উদ্যাপন কমিটির আহবায়ক এডভোকেট মানেশ চন্দ্র সাহার সভাপতিত্বে শ্রী কৃষ্ণের জীবনীর উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ছবি বিশ্বাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এ এসপি সার্কেল শাহ্ শিবলী সাদিক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ¦ আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পৌর মেয়র হাজ্বাী আব্দুস সালাম, কেন্দ্রীয় সিপিবি নেতা ডা. দিবালোক সিংহ, সাবেক পৌর মেয়র শুভেন্দু সরকার পিন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, বিশিষ্ট ব্যবসায়ী আলাল উদ্দিন, প্যানেল মেয়র শীতল সরকার, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শরদিন্দু সরকার, প্রেসক্লাব সাবেক সভাপতি সাহাদাত হোসেন কাজল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, নিতাই সরকার, ধ্রুব সরকার, ধনেশ পত্রনবীশ,বিজন কৃষ্ণ রায়, সুমন রায় প্রমুখ। আলোচনা শেষে লীলা কীর্তন ও প্রসাদ বিতরন করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।