সকল মেনু

দুর্গাপুরে কমরেড মণি সিংহের ১১৭ তম জন্মদিন পালিত

দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটি আয়োজিত বৃটিশ বিরোধী সংগ্রামী , টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, মেহনতী মানুষের মুক্তি সংগ্রাম এবং সমাজতন্ত্রের মহান নেতা ,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্টাতা সভাপতি কমরেড মণি সিংহ এর ১১৭ তম জন্মদিন পালিত হয়েছে শনিবার।
এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে কমরেড মনিসিংহের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পন, সামাজিক,রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ দের অংশগ্রহনে এক আনন্দ শোভাযাত্রা, বিভিন্ন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগীতা শেষে সন্ধ্যায় স্থানীয় নৃ -তাত্ত্বিক আদিবাসী অডিটরিয়ামে সিপিবি উপজেলা সম্পাদক রুপন কুমার সরকার এর সঞ্চালনায় কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটির সদস্য ও কমরেড মণি সিংহের একমাত্র পুত্র সিপিবি‘র কেন্দ্রিয় কমিটির সদস্য ডাঃ দিবালোক সিংহ এর সভাপতিত্বে মনিসিংহের কর্ম ও ব্যাক্তি জীবনের উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, সহসভাপতি মোঃ আলী আজগর,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, পৌর মেয়র আলহাজ্ব মাওলানা মোঃ আঃ ছালাম, সিপিবি উপজেলা সভাপতি আলকাছ উদ্দিন মীর প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিযোগীদের মধ্যে পুরষ্কার প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top