দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: জেলার দুর্গাপুরে সোমবার জাতীয় সেবাসপ্তাহ উপলক্ষে রুগী কল্যান সমিতির আয়োজনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহায়তায় ৩জন মুমুর্ষ রোগীকে বিনামুল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। স্বাধীনতার পর কয়েক দশকের ক্ষুদ্র ক্ষুদ্র অর্জনের ফলশ্রুতিতে জাতিসংঘ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি দিয়েছে। এরই অংশ হিসেবে দুর্গাপুর হাসপাতালে ভর্তিকৃত ৩জন মুমুর্ষ রোগীকে বিনামুল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক ম্যাডিক্যাল কর্মকর্তা ডাঃ মোঃ বিলাল উদ্দিন, সাংবাদিক বিজন কৃষ্ণ রায়, জুয়েল রানা প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।