সকল মেনু

বাংলাবান্ধা সীমান্তে বাংলাদেশ ও ভারতের ক্ষুদে শিক্ষার্থীদের মৈত্রি বন্ধন

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তের (নো ম্যান ল্যান্ড) জিরো লাইনে ভারত ও বাংলাদেশের ক্ষুদে শিক্ষার্থীদের মৈত্রি বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে দুই দেশের ব্যবসায়ী নেতারা এই অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার বিকেলে প্রথমে পঞ্চগড় হান্নান শেখ পাবলিক স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীরা বাংলাবান্ধা সীমান্তে উপস্থিত হয়। পরে ভারতের নেতাজি জিএসএফপি স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা ফুলবাড়ি সীমান্তে আসে। এক পর্যায়ে তারা তেঁতুলিয়ার বাংলাবান্ধা এবং ভারতের ফুলবাড়ি সীমান্তের জিরো লাইনে (নো ম্যান্স ল্যান্ড) উপস্থিত হয়। পরে বিজিবি ও বিএসএফ এর সহায়তায় ক্ষুদে শিক্ষার্থীরা একে অপরের সাথে ফুল দিয়ে কুশল বিনিময় ও মিষ্টি বিতরন করে। পরে দুই দেশের শিক্ষার্থীরা সমবেত কন্ঠে নিজ নিজ দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করে।

এ সময় বাংলাদেশের পক্ষে শিক্ষার্থী ছাড়াও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড আন্ডাস্ট্রিজ এর সভাপতি হান্নান শেখ, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন উপস্থিত ছিলেন। পরে ভারতের পক্ষে তৃণমুল কংগ্রেস নেতা দেবাশিষ প্রামানিক বাংলাদেশের দুই সংসদ সদস্যকে উত্তরীয় পড়িয়ে স্বাগত জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top