সকল মেনু

পঞ্চগড়ে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি : বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড়ে গোল্ডকাপ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্ত্বরে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলায় পঞ্চগড় পৌরসভা দল তেঁতুলিয়া উপজেলা প্রশাসন দলকে ৩-১ সেটে পরাজিত করে জয়ী হয়। খেলা শেষে খেলোয়ারদের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল জেলা পরিষদের চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, জেলা পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক প্রিয়সিন্ধু তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আলীম খান ওয়ারেশী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, পৌর মেয়র তৌহিদুল ইসলাম প্রমূখ।এই টুর্নামেন্টে পঞ্চগড় জেলার ৮ টি দল অংশগ্রহণ করছে। বিজয় দিবস উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসন এই টুর্নামেন্টের আয়োজন করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top