সকল মেনু

নকলা উপজেলা চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : শেরপুরের নকলা উপজেলা চেয়ারম্যান মাহাবুব আলী চৌধুরী ওরফে মনির চৌধুরীর (৬৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে নকলা শহরের কুর্শা এলাকার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সিলিং ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলন্ত অবস্থায় ছিল।

নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) খাঁন আব্দুল হালিম জানান, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উপজেলা চেয়ারম্যান মনির চৌধুরীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

মাহবুব আলী চৌধুরী বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নকলা উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছিলেন। তিনি ছোট স্ত্রীকে নিয়ে নকলা শহরের বাসভবনে থাকতেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top