সকল মেনু

কুড়িগ্রাম প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচী ২০১৭ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ১০ টাকার ব্যাংক হিসাব ধারী ক্ষুদ্র প্রান্তিক ভূমিহীন কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে অর্থিক অন্তভূক্তি কার্যক্রমের আওত্তায় প্রকাশ ঋণ বিতরণ কর্মসূচী মেলা ২০১৭ অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের মম্মুখে অংশগ্রহন কারী ব্যাংক সমূহ তাদের স্টল দেন। এবং আগত নাগরিকদের বুঝান হিসাব খোলার নিয়ামাবলী, ঋণ নেয়ার প্রকৃয়া, সহ ব্যাংকিং কার্যক্রমের অন্যান বিষয়। এ সময় আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় কুড়িগ্রাম আগ্রনী ব্যাংক লিমিটেড (লীড ব্যাংক) সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এবং কৃষি ঋণ কামিটি কুড়িগ্রাম সদস্য সচিব মোঃ শাহ্জাহান মিঞা, সভাপতিত্বে ও কুড়িগ্রাম সোনালী ব্যাংক লিমিটিড প্রিন্সিপাল অফিস অফিসার মোঃ মনছুরুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম স্থানীয় সরকারের উপ পরিচালক রফিকুল ইসলাম সেলিম স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিমিটেড কুড়িগ্রাম ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ জিয়াউল ইসলাম আনোয়ারী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক হেড অফিস, ঢাকা, মোঃ রেজাউল করিম সরকার, সমীর রঞ্জন চক্রাবর্তী, ডেপুটি জেনারেল ম্যানেজার আগ্রনী ব্যাংক লিমিটেড, রংপুর সার্কেল রংপুর কমল কুমার সাহা পোদ্দার, ডেপুটি জেনারেল ম্যানেজার অঞ্চল প্রধান জনতা ব্যাংক লিমিডেট কুড়িগ্রাম। এবিএম মিসবাহুর রহমান খান জোনাল ব্যাবস্থাপক রাজশহী কৃষি উন্নয়ন ব্যাংক জোনাল কার্যলয়, কুড়িগ্রাম। এসময় আরো উপস্থিত ছিলেন অন্যান্য ব্যাংক কর্মকর্তাগণ। উক্ত আলোচনা শেষে কুড়িগ্রাম জেলার ব্যাংক ২৭টি শাখার মোট ১০৪ জন ঋণ গ্রহিতায় মধ্যে মোট ৩৬,৩৯,০০০ টাকা বিতরণ করা হয়। আলোজনে ছিলেন সোনালী ব্যাংক লিঃ জনাত ব্যাংক লিঃ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক লিঃ, রূপালী ব্যাংক লিঃ , পূবালী ব্যাংক লিঃ, ডাচ্-বাংলা ব্যাংক লিঃ, উত্তরা ব্যাংক ও আগ্রনী ব্যাংক সর্বিক সহযোগীয় বাংলাদেশ ব্যাংক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top