সকল মেনু

এবার ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জকিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. আরিফুর রহমান নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। এ সময় দুই পথচারী আহত হয়েছেন। রবিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সুপার জানান, ভৈরব থানার কনস্টেবল আরিফুর রহমান রাতে টোলপ্লাজা এলাকায় দায়িত্ব পালন করছিলেন। ৯টার দিকে টোলপ্রাজার কাছে ওভারব্রিজের নিচে এক পথচারী ছিনতাইকারীর কবলে পড়লে ওই কনস্টেবল এগিয়ে যান। এ সময় সংঘবদ্ধ ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আশংকাজনক অবস্থায় ভৈরব উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ছিনতাইকারীদের ধরতে আশপাশে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top