সকল মেনু

শরীয়তপুরে মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর উপজেলায় সরকারী প্রথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী পদে নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা না মেনে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে, বিক্ষোভ মিছিল,মানববন্ধন, সদও উপজেলা অফিস ঘেরাও ও জেলা প্রশাসক বরাবর স্মারক প্রদান কর্মসুচি পালন করেছে জেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। মঙ্গলবার দুপুরে শরীয়তপুর জেলা শহরে এসব কর্মসূচী পালিত হয়। এসময় ব্যক্তারা বলেন, গত ১৭আগষ্ট শরীয়তপুর সদর উপজেলায় সরকারী প্রথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী পদে ২৮টি প্রাথমিক বিদ্যালযে দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ পরিক্ষায় ৩জন মুক্তিযোদ্ধার সন্তান থাকার পরেও মুক্তিযোদ্ধার কোটা না মেনে হাতে কলমে পরিক্ষা না নিয়ে তড়িঘড়ি করে অবৈধভাবে দপ্তরী কাম নৈশ প্রহরী পদে নিয়োগের দায়িত্বে কর্মরত সদও উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার তাদের পছন্দের লোকদের নিয়োগ দেন। তাই আমরা অবিলম্বে এই নিয়োগ বাতিলের দাবি জানাই। এসময় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা আব্দুর সামাদ মাস্টার, জেলা মুক্তিযোদ্ধার সন্তান কমানের আহবায়ক এস,এম কবির হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top