সকল মেনু

কমপক্ষে ৫০০ সিনেমা হল আসবে এই বাংলাদেশে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কমপক্ষে ৫০০ সিনেমা হল আসছে এই বাংলাদেশে, আমি সেই চেষ্টা করছি।

আজ রবিবার রাত সাড়ে ৯টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘বেপরোয়া’ ছবির মহরত অনুষ্ঠানে এ কথা বলেন।

তথ্যমন্ত্রীর বক্তব্যের পূর্বে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ তাঁর বক্তব্যে বলেন, আমরা সিনেমা হলকে চিন্তা করে সিনেমা বানাচ্ছি না। সিনেমা হলে আমাদের ছবি রিলিজ করলে দুই কোটি টাকা পাবো আর আমাদের অ্যাপসে রিলিজ করলে পাঁচ কোটি টাকা আসবে।

তথ্যমন্ত্রী আব্দুল আজিজের বক্তব্যের প্রেক্ষিতে বলেন, যখন মোবাইলে ইন্টারনেট এলো তখন সবাই বলতো সিনেমা হলের দিন শেষ। কই আমি তো দেখি না। হল তো আছে। আমাদের দেশে সমস্যার কারণে কমে গেছে, বিশ্বে তো সিনেমা হলের ডিমান্ড কমেনি।

ইনু বলেন, আমি মনে করি সিনেমা হলের আবেদন কখনোই কমবে না। বরঞ্চ মানুষ রোমাঞ্চের জন্যই এ শিল্পের প্রতি আগ্রহী হয়ে উঠবে। আমাদের দেশেও সিনেমা হল বাড়বে।
আমি চাই ভালো পরিচালক, ভালো টাকাওয়ালা লোক (প্রযোজক)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top