সকল মেনু

এবার ফিনল্যান্ডে ভিড়ের মধ্যে ছুরি হামলা, নিহত ১

 

আবারও রক্তাক্ত ইউরোপ। স্পেনের পর এবার ফিনল্যান্ডের টুরকু শহরে ভিড়ের মধ্যে প্রকাশ্যে ছুরি হামলা চালিয়ে একাধিক ব্যক্তিকে জখম করেছে সন্ত্রাসীরা।
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, ছুরি হামলায় একাধিক ব্যক্তি জখম হয়েছে। পাশাপাশি পুলিশের গুলিতে এক হামলাকারীর মৃত্যু হয়েছে।

ফিনল্যান্ডের স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, হামলায় জড়িত একাধিক ব্যক্তি। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এদিকে হামলার পরই ছড়িয়েছে তীব্র আতঙ্ক। দুষ্কৃতকারিরা অধরা থাকায় আবারও হামলার আশঙ্কা প্রবল। ফলে পুলিশের পক্ষ থেকে বিশেষ সতর্কতার আহ্বান জানানো হয়েছে।

স্পেনের মতোই ফিনল্যান্ডেও ভিড় হামলা চালানো হয়। তবে আক্রমণের পদ্ধতি পাল্টে গাড়ি চাপা দেওয়ার বদলে ছুরি হামলা চালানো হয়েছে।

ইউরোপের অন্যতম নিরাপদ দেশ বলে পরিচিত ফিনল্যান্ড। সেই দেশে প্রকাশ্যে ছুরি নিয়ে হামলার ঘটনায় ছড়িয়েছে আলোড়ন। মাত্র ২৪ ঘণ্টা আগেই আইএসের মতো জঙ্গি গোষ্ঠির হামলায় রক্তাক্ত হয়েছে স্পেনের বার্সেলোনা। এখানে জনকীর্ণ রাস্তায় গাড়ি চাপা দিয়ে ১৩ জন পথচারীকে মেরে ফেলা হয়। পরে আরও একটি জঙ্গি হামলা রুখে দেয় পুলিশ। সেখানে পাঁচ জঙ্গিকে গুলি করে মারা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top