সকল মেনু

সৌদির হামলায় ৫০২ শিশু নিহত

সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘ। সৌদি জোটের বর্বরোচিত সামরিক আগ্রাসনে দেশটিতে ২০১৬ সালে ৫০২ শিশু নিহত এবং ৮৩৮ জন শিশু আহত হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতারেসের খসড়া প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়। খবর প্রেস টিভির।

শিশু হত্যা এবং এক বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়ে শিশুদের প্রতিবন্ধী হওয়ার ঘটনাকে দেশটিতে মানবাধিকর লঙ্ঘনের চলমান সবচেয়ে মারাত্মক ঘটনা হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ। ফরেন পলিসি নামের ওয়েবসাইট ৪১ পৃষ্ঠার এ খসড়া গোপন প্রতিবেদন হস্তগত করতে পেরেছে।

এতে আরো বলা হয়েছে, উল্লেখিত সময়ে সৌদি জোটের বিমান হামলায় অর্ধেকের বেশি শিশু হতাহত হওয়ার ঘটনা ঘটেছে। বিমান হামলায় ৩৪৯ শিশু নিহত এবং ৩৩৩ শিশু আহত হয়েছে।

জাতিসংঘের নতুন এই খসড়া প্রতিবেদনটি মূল লেখক ভার্জিনিয়া গাম্বা। শিশু হত্যাকারী ও শিশু পঙ্গুকারী দেশগুলোর তালিকায় সৌদি আরবের নাম অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন তিনি। চলতি মাসের শেষ দিকে এ চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করছেন জাতিসংঘ মহাসচিব এবং এ পরামর্শের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top