সকল মেনু

শেখ হাসিনা হ্যাটট্রিক প্রধানমন্ত্রী হবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগই জিতবে এবং শেখ হাসিনা টানা তৃতীয় দফা প্রধানমন্ত্রী হবেন বলে ভবিষ্যতবাণী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে শেখ হাসিনা হ্যাটট্রিক প্রধানমন্ত্রী হবেন।

মন্ত্রী বলেন, ‘ইতিহাস কাউকে ক্ষমা করে না। যারা বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে দেশের ইতিহাস, বঙ্গবন্ধুরর ইতিহাস ও আওয়ামী লীগের ইতিহাসকে মুছে দিতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে। দেশের জনগণ তাদের আর ক্ষমতায় দেখেতে চায় না।’

ছাত্রলীগকে উদ্দেশ্য করে কামাল বলেন, ‘তোমরা এমন কোন কাজ করবে না যাতে আমরা সাবেক নেতা হিসেবে বিব্রত হই।’

‘দেশে আইএস, আল-কায়েদা বলে কিছু নেই’ মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘দেশের অভ্যন্তরে ঘাপটি মেরে থেকে দেশীয় একটি মহল অস্থিতিশীর করতেই একের পর এক হত্যাকা- ঘটায়। এরাই আবার উদ্দেশ্য প্রণোদিতভাবে আইএস, আল কায়েদা বলে প্রচার করে থাকে। কিন্তু জনগণ আমাদের সাথে আছে বলেই আমরা এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারছি।’

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম বলেন, বঙ্গবন্ধুর হত্যার পর শেখ হাসিনার নেতৃত্বেই দেশ সঠিক পথে ফিরেছে। তিনি বলেন, ‘১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার সময় তাঁর দুই কন্যা বিদেশে থাকায় তাঁরা প্রাণে বেঁচে যান। সেই ঘোর অন্ধকারের মধ্যে তাঁরা ছিলেন আশার আলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য দেশের দায়িত্ব গ্রহণ করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে অমানিশা কেটে গেছে।’

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আরেক বিশেষ অতিথির আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, ‘আপনি ও আপনার ছেলে মিলে শেকে পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন। এখনও মা-ছেলে মিলে বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছেন। যতই ষড়যন্ত্র করুন কেউ আপনাকে ক্ষমতায় বসিয়ে দেবে না।’

বিশ^বিদ্যালয় শাখা সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদ মাহফুজুল হক হায়দার চৌধুরী রোটন, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) আবুল হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) আমির হোসেন, কোষাধ্যক্ষ মনজুরুল হকও।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top