সকল মেনু

বঙ্গবন্ধু হত্যাকান্ড নিয়ে টিভি নাটক ‘ইতিহাসের কৃষ্ণপক্ষ’

নিজস্ব প্রতিবেদক :
১৫ আগস্ট। মানবসভ্যতার ইতিহাসে এক কালো দিন। এদিনে বাঙ্গালী জাতি হারিয়েছে তার শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
ইতিহাসের সাক্ষী হয়ে প্রতিবছর ১৫ আগস্ট বাঙালির  হৃদয়ে শোক আর কষ্টের দীর্ঘশ্বাস হয়ে ফিরে আসে। এই সত্য ঘটনা অবলম্বনে ‘মহামানবের দেশে’ নামক গল্প লিখেছেন নাট্যকার ও গীতিকবি সহিদ রাহমান। গল্পটি ‘ইতিহাসের কৃষ্ণপক্ষ’ নামে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মান্নান হীরা। সম্প্রতি ঢাকার অদূরে পুবাইল ও উত্তরায় টানা ৭দিন শুটিংয়ের মধ্য দিয়ে এই গল্পটির কাহিনিচিত্র নির্মিত হয়েছে।
এতে অভিনয় করেছেন দেশের অন্যতম দুই অভিনেতা তারিক আনাম খান ও ফজলুর রহমান বাবু। প্রধান নারী চরিত্রে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শর্মিমালা। আরও অভিনয় করেছেন মঞ্চের দাপুটে অভিনেত্রী মোমেনা চৌধুরী।
কাহিনিচিত্রটি প্রসঙ্গে নাট্যকার সহিদ রাহমান বলেন, ‘প্রতিটি বাঙালি বঙ্গবন্ধুর অবদানের প্রতি কৃতজ্ঞ। যা শোধ করার মত নয় । তবুও তার আদর্শ কতো তীব্রভাবে সাধারণ মানুষের মধ্যে দেশের প্রতি ভালোবাসা জাগিয়েছিল তা দেখানোর চেষ্টা করেছি। এটা আমার পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি ঋণ শোধের অতি ক্ষুদ্রতম প্রয়াস।’
অভিনেতা তারিক আনাম খান বলেন, ‘মুক্তিযুদ্ধের গল্পে অভিনয় করাকে শুধু অভিনয় নয়, দায়বদ্ধতা মনে করি। নিজে মুক্তিযুদ্ধ করেছি তাই এই কাহিনিচিত্রে কাজ করতে গিয়ে বার বার মুক্তিযুদ্ধের সেই সময়ে ফিরে গেছি।’
অভিনেত্রী শর্মিমালা বলেন, ‘আমি তো মুক্তিযুদ্ধ দেখিনি। তাই সেই সময়ের গল্পে কাজ করতে গিয়ে বেশ পড়াশুনা করতে হয়েছে। একজন মুক্তিযোদ্ধা তাঁর প্রেমিকা বা স্ত্রীকে ছেড়ে বঙ্গবন্ধুর ভাষণ শুনে যুদ্ধে গেল। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুকে এক নজর দেখার জন্য গ্রাম ছেড়ে ঢাকায় চলে গেল। খুবই আবেগিক গল্প, মন দিয়ে কাজ করেছি। আশা করছি দর্শক এই কাহিনিচিত্রের মাধ্যমে বঙ্গবন্ধুর জনপ্রিয়তাকে নতুন মাত্রায় উপলব্ধি করবেন।’

‘ইতিহাসের কৃষ্ণপক্ষ’ কাহিনিচিত্রটি ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাতবার্ষিকী দিবস উপলক্ষে চ্যানেল আইতে প্রচার হবে বলে জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top