সকল মেনু

কুড়িগ্রামে এক যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা রোপন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস সহ ৯ উপজেলা শিক্ষা অফিস ও ১২শ ৩৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক যোগে ৭ হাজার ৫শ বৃক্ষ রোপন করা হয়েছে। রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এসব গাছের চারা রোপন করা হয়। জেলা শিক্ষা অফিস চত্বরে এর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম তৈফিকুর রহমান, এ সময় উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার এমএম আরশাদ হোসেন, মনিটরিং অফিসার মোঃ রোকনুজ্জামান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক প্রমূখ। একটি গাছ একটি প্রাণ, সবুজ পৃথিবী উন্নত বাংলাদেশ এ শ্লোগানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে দেশ ব্যাপী সকল শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয়ে ৪ লক্ষ গাছের চারা রোপনের অংশ হিসেবে একযোগে কুড়িগ্রামের সকল প্রাথমিক শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিভিন্ন জাতের ফলবান গাছের চারা রোপন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top