সকল মেনু

জামালপুরে চক্ষু শিবিরের শুভ উদ্ভোধন

এম,এফ,এ মাকাম : জামালপুরে ৭ দিন ব্যাপী অবসর প্রাপ্ত সরকারী কর্মচারীদের চক্ষু শিবিরের শুভ উদ্ভোধন করা হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতির আয়োজনে চক্ষু শিবিরের শুভ উদ্ভোধন করেন নবাগত জেলা প্রশাসক আহমেদ কবীর। এ উপলক্ষে এক আলোচনা সভায় অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রধান নির্বাহী আনোয়ার হোসেন,ডাঃ আশীষ কুমার সাহা,মীর আনসার আলী,রেজা মাহাবুব সহ আরো অনেকে। এ সময় বক্তারা অবসর প্রাপ্ত সরকারী কর্মচারীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষে আধুনিক হাসপাতাল নির্মান করা ও প্রতি জেলা ও উপজেলায় সেড নির্মান করার পাশাপাশি চক্ষু চিকিৎসা সেবা দেওয়ার বিষয়ে আলোকপাত করে। এ চক্ষু শিবিরে অবসর প্রাপ্ত প্রায় সারে সাত হাজার কর্মচারীদের সেবা প্রদান করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top