এম,এফ,এ মাকাম : জামালপুরে ৫ দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষন শুরু হয়েছে। গতকাল রবিবার সকালে শহরের উন্নয়ন সংঘ মিলনায়তনে ৫ দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষনের শুভ উদ্ভোধন করেন স্থানীয় সরকারের উপসচিব খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমন্বয় কারী মতিয়র রহমান,শামীম আক্তার,সাংবাদিক জাহাঙ্গির সেলিম সহ আরো অনেকে। এসময় বক্তারা গ্রাম আদালতকে কার্যকর করার মাধ্যমে ছোট বড় সমস্যা সমাধানের প্রান্তিক মানুষের মামলা সংক্রন্ত হয়রানী ও ন্যায় বিচার নিশ্চিত করা জন্য সকালের প্রতি আহ্বান জানান। ৫ দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষনে জেলার বিভিন্ন ইউনিয়নের সচিবগন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।