শিমুলিয়াঘাট,মুন্সিগঞ্জ: পবিত্র মসজিদুল হারামাইন শরীফের ভাইস-প্রেসিডেন্ট জেনারেল, শায়খ ড. মুহাম্মদ বিন নাসির ইবন মুহাম্মদ আল খুযাইম এবং মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন ইবন মোহাম্মদ ইবন আব্দুর রহমান আল কাসিমসহ সফররত সৌদি আরবের অতিথিগণ আজ মুন্সিগঞ্জ জেলার শিমুলিয়ায় বাংলাদেশের বৃহত্তর পদ্মা সেতুর নির্মাণ অগ্রগতি কার্যক্রম পরিদর্শন এবং রূপসী বাংলার নদী প্রকৃতির রূপ অবলোকন করে মুগ্ধ হন।
অতিথিবৃন্দকে মাওয়ায় শিমুলিয়া ঘাটে উষ্ণ অভিনন্দন জানান নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, এমপি ও বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান ড. প্রকৌ. জ্ঞান রঞ্জন শীল।
এ সময় ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ জাহাজে শিশু-কিশোরদের ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। শিশুকিশোররা সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন করে। শিশুদের সুন্দর পরিবেশনায় অতিথিবৃন্দ মুগ্ধ হন।
অতিথিবৃন্দ পদ্মা নদীর শিমুলিয়া ঘাটে বিআইডব্লিউটিসি’র অত্যাধুনিক বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ‘এমভি মধুমতি’ জাহাজে নৌ ভ্রমণ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।