এম.এফ. এ মাকাম : হিন্দুধর্মালম্বিদের মতে, সারা বছরের গ্লানী আর পাপ মোচন করতে পূর্ণতীর্থ অষ্ঠমি অনুষ্ঠানের মধ্যদিয়ে নিজেকে নিস্পাপ করতে জামালপুরেও অষ্ঠমি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ছনকান্দা এলাকায় ব্রক্ষ্মপূত্র নদে সকাল সারে ৬টা থেকে অষ্ঠমি অনুষ্ঠানে শুরু হয়ে চলে সকাল সারে ১০ পর্যন্ত। অষ্ঠমি অনুষ্ঠানে অংশ নিতে জামালপুর ছাড়াও শেরপুর,টাঙ্গাইল,কিশোরগঞ্জ,নেত্রকোনা,ময়মনসিংহ জেলার হাজার হাজার হিন্দুধর্মালম্বি ভক্তরা ব্রক্ষ্মপূত্র নদের তীরে পূর্ণতীর্থ অষ্ঠমি অনুষ্ঠানে অংশ নেয়। এদিকে সকালে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী অষ্ঠমি অনুষ্ঠানে করতে আসা পূর্ণার্থীদের মাঝে খাবার বিতরন করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অষ্টমী মেলা কমিটির সভাপতি রানু সোম, পৌর কাউন্সিলন রাজীব সিংহ সাহা সহ আরো অনেকে। অষ্ঠমি অনুষ্ঠানকে ঘিরে জামালপুরের দয়াময়ী মন্দিরের মাঠে বসেছে ৪ দিন ব্যাপী অষ্টমী মেলা। মেলায় সাঝ,ঝুড়ি,জিলাপী পসরা নিয়ে বসেছে দোকানীরা । এছাড়া প্রয়োজনীয় তৈজসপত্র, ফার্নিচার ছাড়াও ঐতিহ্যবাহী এই মেলায় পুতুল নাচ ও নাগরদোলা তো রয়েছেই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।