সকল মেনু

পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

ভোলা প্রতিনিধি : ভোলায় পৌরসভায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের শতভাগ বেতন ভাতা ও পেনশন সুবিধাসহ সকল সুযোগ-সুবিধা সরকারের রাজস্ব তহবিল থেকে পাওয়ার জন্য ১ দফা দাবীতে মানববন্ধন, পথসভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২৮ মার্চ মঙ্গলবার ভোলা প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পৌর সভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন এর আয়োজনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে ভোলা জেলার ৫ টি পৌর সভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এতে অংশ গ্রহন করে। এসময় তারা বলেন, স্থানীয় সরকার শক্তিশালী করার জন্য ও উন্নয়নে সারা দেশের পৌর সভাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু অধিকাংশ পৌর সভার স্টাফরা বেতন ভাতা থেকে বঞ্চিত হচ্ছে। তাই সরকারি রাজস্ব তহবিল থেকে পৌর সভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পরিষদের দাবী জানায়। পরে তারা জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর  স্মারকলীপি প্রদান করে। এসময় বক্তব্য রাখেন ভোলা পৌরসভার মেয়র মো: মনিরুজ্জামান মনির, সচিব আবুল কালাম আজাদ, ভোলা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোয়িশেন এর সভাপতি মীর আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো: আজিজুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top