সকল মেনু

এটা হামলা নয় বোমা বহনের সময় বিস্ফোরণ: ডিএমপি কমিশনার

হটনিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে পুলিশ চেকপোস্টের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও একজন নিহতের ঘটনা প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘এটি আত্মঘাতী হামলা নয়, এটি বিস্ফোরণ। পুলিশের তৎপরতায় বোমা বহনকারী অতিরিক্ত সতর্ক হতে গিয়ে বোমার বিস্ফোরণ হয়েছে।’ রাত সাড়ে ৯টায় ঘটনাস্থল পরিদর্শনে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ বিস্ফোরণের ঘটনায় জনগণের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই জানিয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। যে কারণে বিগত সাত-আট মাস যাবত আইনশৃঙ্খলা বাহিনীর কোনও সদস্য এবং জনগণ হতাহত হননি।’
তিনি বলেন,‘বিস্ফোরণের ঘটনাটি বিমানবন্দর কেন্দ্রিকও নয়। কারণ বিস্ফোরণটি হয়েছে রাস্তার পূর্ব পাশে। বিমানবন্দর হচ্ছে রাস্তার পশ্চিম পাশে। বোমা বহনকারী কোথায় যাচ্ছিল,কী তার উদ্দেশ্য ও পরিচয় তদন্ত শেষে জানা যাবে। এ জন্য পুলিশকে সময় দিতে হবে।’
ডিএমপি কমিশনার বলেন,‘পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। কেপিআইসহ সব ধরনের স্থাপনা নিরাপদ রাখতে পুলিশ নজরদারী করছে।
আজ শুক্রবার সন্ধ্যার পরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে পুলিশের চেকপোস্টের পাশেই এক আত্মঘাতী বিস্ফোরণে একজন নিহত হয়েছে। শক্তিশালী এ বিস্ফোরণে আত্মঘাতী ওই ব্যক্তির শরীর পেট বরাবর দ্বিখণ্ডিত হয়ে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। তার আনুমানিক বয়স ২৫ বছর। ঘটনাস্থলে একটি ট্রাভেল ব্যাগও পাওয়া গেছে। সিআইডি’র ক্রাইম সিন, কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশের বোম ডিসপোজাল ইউনিটসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top