সকল মেনু

সিডনির কেমবেলটাউনে বাংলাদেশী আবাসন বৃদ্ধি

মোহাম্মদ জুমান হোসেন, সিডনি: বসবাসের জান্য আবাসন এখন আর বিলাসিতা নয়| খাদ্য ও বস্ত্রের পর মানুষের বড় প্রয়োজন হলো আশ্রয়ের বা বাসস্থানের যা প্রতিটি মানুষের অন্যতম মৌলিক চাহিদা। গৃহায়ন বলতে মানুষের বসবাসের জন্য নানা সুবিধাদি সম্বলিত বাস্ত্তভূমির উন্নয়নকে বোঝানো হয়। সিডনির কেমবেলটাউনে বাংলাদেশী আবাসন বৃদ্ধির কারণসমুহের মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়গুলো উঠে আসে তার মধ্যে বৃহৎ মুসলিম কমিউনিটি ,আকর্ষণীয় মূল্য,ইসলামিক বিদ্যালয়,মসজিদ উল্লেখযোগ্য | তাছাড়াও সিডনির কেমবেলটাউনে রয়েছে সঠিক এবং পর্যাপ্ত অবকাঠামোগত উপাদানসমূহ যেমন রাস্তা, পানি, পয়ঃনিষ্কাশন, স্যানিটেশন, আবর্জনা নিষ্কাশন, বিদ্যুৎ, জ্বালানিসহ অন্যান্য সামাজিক সেবাসমূহ | সিডনির কেমবেলটাউনকে আবাস হিসাবে বেছে নেয়ার কারনসরুপ বিষয়ে স্নেহবান্ মকসোদ ভাই বলেন সিডনির কেমবেলটাউনের বৃহৎ মুসলিম কমিউনিটি, আকর্ষণীয় মূল্য ইসলামিক বিদ্যালয়,মসজিদ আমাকে আবাসনে বেশী আকৃষ্ট করেছে |

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top