গোলাম মোস্তফা রাঙ্গা: লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন কুলাঘাট ইউনিয়নের শিবের কুটি গ্রামের মোঃ আব্দুল লতিফের পুত্র ভিডিপি সদস্য মোঃ আখেরুজ্জামান এখন গবাদি পশুর পল্লী চিকিৎসক। মা-বাবা, ৪ ভাই নিয়ে মোঃ আখেরুজ্জামানদের সংসার। তার বাবা মোঃ আব্দুল লতিফও ভিডিপি সদস্য এবং মা খাদিজা বেগম গৃহিনী। বড় ভাই খাইরুজ্জামান প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্য। তিনি মৌলবীবাজার জেলা হতে পিসি হিসাবে চাকরী ৩ বছর চাকরী শেষ করে এখন খন্ডকালীন বেকাব হিসাবে আছেন। ইউনিয়ন ভিডিপি দলনেতা লিয়াকত আলী ও ইউনিয়ন আনসার কমান্ডার আব্দুল মজিদের হাত ধরে ২০০৮ সালে কুলাঘাট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ১০ দিন মেয়াদী অস্ত্রবিহীন গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। সেখানে বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের আত্মকর্মসংস্থানের উপর উদ্বৃদ্ধকরণ ক্লাশে জীবন ও জীবিকা সম্পর্কে ধরনা পায় আখেরুজ্জামান। অতপর সংকল্প করে চাকরীর পিছনে ঘুরে সময় নষ্ট না করে নিজের পায়ে নিজেই দাড়াবেন আখেরুজ্জামান। আত্মকর্মসংস্থানের লক্ষ্যে তিনি ২০০৯ সালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, লালমনিরহাট গবাদিপশুপালন প্রশিক্ষণ শেষ করেই ২০০৯ হতে ২০১২ পর্যন্ত জেলা প্রাণী সম্পদ হাসপাতালে স্বেচ্ছায় শ্রমের ভিত্তিতে গবাদি পশু চিকিৎসা কার্যক্রমে সংযুক্ত হয়ে গবাদি পশুদের চিকিৎসার পদ্ধতি ভাল ভাবে শিখেন। শিক্ষার পাশাপাশি তিনি সেই সময় থেকেই নিজ এলাকায় গবাদি পশুর চিকিৎসা প্রদান করে আ্সছেন। এখন তিনি গবাদি পশুর পল্লী চিকিৎক হিসাবে নিজের পেশা বেছে নিয়েছেন। পেশায় গবাদি পশুর পল্লী চিকিৎসক হলেও আখেরুজ্জামান আনসার বাহিনীর কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে রাখেননি, বরং নিজেকে শানিয়ে নিয়ে জোড়েসোড়ে চালিয়ে যাচ্ছেন আনসার ও ভিডিপি বিভিন্ন কার্যক্রম। ইউনিয়ন ভিডিপি দলনেতা লিয়কত আলী’র অসুখে বিসুখে তিনিই দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি গবাদি পশুর পল্লী চিকিৎসক হিসাবে মাসে প্রায় পাঁচ হতে সাত হাজার টাকা আয় করলেও সে আয়ের কথা না ভেবে ২০১৩ সালে দিনাজপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত ৭২ দিন মেয়াদী ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করেন। নিজের পেশার ক্ষতি হবে সেদিকে খেয়াল না দিয়েই তিনি শুধু মাত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশে ২০১৫ সালে ২১ দিন মেয়াদী জেলা ভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া দেশে জাতীয় গুরুত্বপূর্ণ সময়ে সবার আগে পাওয়া যায় আখেরুজ্জামানকে। নির্বাচন, দুর্গাপুজা, রেল রক্ষা, মহাসড়ক পাহারা সর্বত্রই পাওয়া যাবে নির্ভীক আখেরুজ্জামানকে। এইচএসসি পাশ আখেরুজ্জামান আত্মকর্মসংস্থানের আয়ে বিবাহিত জীবনে অত্যান্ত সুখী জীবন যাপন করছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।