ভোলা প্রতিনিধি: ভোলায় ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের সরকারি স্কুল মাঠ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন করা হয়।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। তিন দিনের এ মেলায় নাচ, গান, কবিতা, নাটক, কৌতুক, জাদু প্রদর্শণসহ প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলায় সরকারের সাফল্য ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম জনগণের মধ্যে অবহিতকরণের লক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় সরকারি-বেসরকারি দপ্তরের ৮০টি স্টল রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।