নড়াইল প্রতিনিধি: নড়াইলে গত এক বছরে প্রায় ২শ বাল্য বিবাহ বন্ধ করেছে উপজেলা নির্বাহী অফিসার ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্ববররা। ৪ জানুয়ারী (বুধবার) সকাল ১০টার সময় উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা এসব তথ্য নিশ্চিত করেছেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্য ও ছবির ভিত্তিতে জানা যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জানা গেছে, ২০১৬ সালের জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২শ বাল্যা বিবাহ বন্ধ করা হয়েছে। যার মধ্যে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার নিজে উপস্থিত থেকে ভ্রামমান আদালতের মাধ্যমে ১২১টি ব্যাল্য বিবাহ বন্ধ করেছেন। এসময় তিনি ৩৩ জন (কাজী, বর, অভিভাবক) কে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছেন, ৩৪টি বাল্য বিবাহ থেকে জরিমানা আদায় করেছেন এবং ৫৪টি বাল্য বিবাহ বন্ধের সময় মুচলিকা আদায় করে বিবাহ বন্ধ করেছেন। এছাড়া বিভিন্ন সময় এলাকার নির্বাচিত জন প্রতিনিধিদের দিয়ে অসংখ্য বাল্য বিবাহ বন্ধ করা হয়। উপজেলার জয়পুর ইউনিয়নের চেয়ারম্যাম মোঃ আক্তার হোসেন জানান, যখনই শুনতে পাই এলাকায় কোন বাল্য বিবাহের প্রস্তুতি চলছে তখনই সেখানে গিয়ে বিবাহ বন্ধ করে দিয়ে আসি। উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা বলেন, গত এক বছরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২শ বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। এর মধ্যে বেশির ভাগ মেয়ে ৬ষ্ঠ থেকে দশম শ্রেনীর ছাত্রী। যাদের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে। তিনি আরও বলেন, ব্যাল্য বিবাহ বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নœ সময় এলাকার কাজী, ইমাম, পুরোহিত, শিক্ষক, ছাত্রছাত্রি, ও জন প্রতিনিধিদের নিয়ে সচেতনতা মুলক সেমিনার করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে বাল্য বিবাহ বন্ধে ছাত্রছাত্রি ও শিক্ষকদের নিয়ে সচেতনতা মুলক বিভিন্ন ভিডিও প্রদর্শন করা হয়েছে। বর্তমানে নড়াইলের লোহাগড়া উপজেলা বাল্য বিবাহ ঝুকিমুক্ত।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।