সকল মেনু

এসপিএল টি-২০ প্রথম আসরের চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ টাইগার্স

unnamedসিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ ক্রিকেটার এ্যাসেসিয়েশন আয়োজিত সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ এসপিএল টি-২০’র প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জ টাইগার্স। মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিরাজগঞ্জ সুপার কিংস কে ৫১ রানে হারিয়েছে সিরাজগঞ্জ টাইগার্স। এর আগে সকালে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টাইগার্স অধিনায়ক মিলন। ইনিংস এর শুরুতেই ব্যাটিং বির্পজয়ে পরে দলটি। দলীয় ১২ রানের মাথায় ৭ রান আউট হয়ে সাজ ঘড়ে ফিরে যায় দলীয় অধিনায়ক মিলন। ২০ রানের মাথায় মেহেদী আউট হয়ে গেলে খেলতে নামে জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন। জাতীয় দলের ২ খেলোয়ার মোহাম্মদ আশরাফুল এবং নাসির হোসেন ঠান্ডা মাথায় খেলে ফলে কিছুটা ব্যাটিং বির্পজয় কাটিয়ে উঠে দলটি। ৪৪ বলে ৩২ রান করে মাঠ ছারে নাসির হোসেন ততক্ষনে দলীয় রান ৭৯। এর পরে রকির ঝড়ো ব্যাটিং এ ৮ বলে ২২ রান করায় দলের রান কিছুটা গতি পায়। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩২রান করে। জবাবে ১৩৩ রানের টার্গেট নিয়ে খেলতে নামে সুপার কিংস । শুরুটা ভালো হল্ওে দলীয় ২৩ রানের সময় দলীয়  অধিনায়ক শাকিল হায়দার ১২ রান করে আউট হয়ে যায়। এর পরে তেীাহদুল ইসলাম ১ রান এবং সোহাগ গাজী ১ রান করে আউট হয়ে গেলে আর লড়াই এ ফিরতে পারেনি  সুপার কিংস। ১৭ ওভার ১ বল খেলে ১০ উইকেটে ৮১ রানে অল আউট হয়ে যায় সুপার কিংস। ফলে ৫১ রানে সিরোপা অর্জন করলো টাইগার্স। টুর্নামেন্টে প্রথম ১০ উইকেটের পতন হলো সেই সর্বনি¤œ দলীয় রান হলো ৮১। ফাইনাল খেলা দেখতে মাঠে হাজার হাজার দর্শকের সমাগম ঘটেছিলো। গ্যালারী এবং মাঠে পা রাখার যায়গা ছিলো না। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছিলো অতিরিক্ত পুলিশ। খেলা শেষে পুরস্কার বিতরনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ,জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক গাজী শফিকুল ইসলাম শফি,অতিরিক্ত পুলিশ সুপার ইউসুফ আলী,মুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা। ফাইনাল খেলায় ৪৩ রান এবং ৪ উইকেট নিয়ে  ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে মোহাম্মদ আশরাফুল। টুর্নামেন্টের ফেয়ার প্লের পুরস্কার পেয়েছে সিরাজগঞ্জ স্টার দল। সেরা ব্যাটস ম্যান হয়েছে সিরাজগঞ্জ টাইগার্সের মোহাম্মদ আশরাফুল,সেরা বোলার সিরাজগঞ্জ লায়ন্সের পারভেজ,উদীয়মান তরুন খেলোয়ারের পুরস্কার পেয়েছে সুপার কিংসের মিল্টন। টুর্নামেন্ট সেরা পুরস্কার পেয়েছে সিরাজগঞ্জ স্টারের অধিনায়ক মনিরুজ্জামান লিটন। ফাইনাল খেলায় দর্শকদের বিনোদন দেবার জন্য ছিলো সাদাত মোস্তফার নেতৃত্বে টিম র‌্যাকলেসের সাইকেল স্ট্যান্ট শো এবং ডিজে এলিনের পাশাপাশি বিপিএল এর অফিয়াল ডিজে জকি ডিজে পরীর ডিজে শো। উপস্থিত দর্শক একটি জাতীয় মানের খেলা উপভোগ করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top