সকল মেনু

এডিপি বাস্তবায়ন সন্তুষজনক

adp_49199হটনিউজ২৪বিডি.কম : এবারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন সন্তুষজনক বলে মনে করছে সরকার। চলতি ২০১৬-২০১৭অর্থবছরের প্রথম ৫ মাসে ১৯ দশমিক ১৩ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে। যা গত বছরের একই সময়ে ছিল ১৭ শতাংশ। মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এ তথ্য প্রকাশ করেন। রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এডিপি বাস্তবায়নে মোট ব্যয় হয়েছে ২৩ হাজার ৫৯৪ কোটি টাকা। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৭ হাজার ১১ কোটি টাকা। তিনি বলেন,গত অর্থবছরের একই সময়ের তুলনায় এডিপি বাস্তবায়নের খরচ এবং বাস্তবায়নের হার দুটোই বেড়েছে। বছরশেষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির পুরোটাই বাস্তবায়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রসঙ্গত এবছর এডিপির আকার এক লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top