সকল মেনু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ২ ডিসেম্বর

image-15411হটনিউজ২৪বিডি.কম : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ২ ডিসেম্বর সকালে ‘এ’ ইউনিট এবং বিকালে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ৩ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষার কারিগরী কমিটির প্রধান ড. আব্দুল মালেক বাংলা ট্রিবিউন কে বলেন, এ বছর ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৩৫০ আসনের বিপরীতে ২২ হাজার ১২৯ জন, ‘বি’ ইউনিটে (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ৪৫০ আসনের বিপরীতে ১৯ হাজার ৬৫৭  জন এবং ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ২৪০ আসনের বিপরীত ১২ হাজার ৩৯৫ জন আবেদন করেছে। বিশ্ববিদ্যালয়টিতে এ শিক্ষাবর্ষে ৬ অনুষদের অধীনে ১৯ বিভাগে ১ হাজার ৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ওয়েবসাইটে (www.cou.ac.bd)  পাওয়া যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top